Posts

Showing posts from 2020

৪ লাখ লোকের চাকুরি হারানোর আশংকা ট্রাভেল ট্যুর খাতে

Image
বড় ধরনের ক্ষতির মুখে ট্রাভেল ও ট্যুরিজম খাত। করোনার প্রভাবে এর সাথে সংশ্লিস্ট  প্রায় ৪ লাখ লোকের চাকুরী হারানোর আশংকা রয়েছে।  মালিকদের ক্ষতির পরিমাণ প্রায়  ১২ হাজার কোটি টাকা। শুধুমাত্র ট্রভেল এজেন্সি খাতে ক্ষতিআনুমানিক ৫হাজার কোটি টাকা। এ কারনে প্রনোদনা চেয়ে  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সস অব বাংলাদেশ (আটাব)। সাড়ে তিন হাজার এজেন্সি মালিকদের সং গঠনটি অর্থ মন্ত্রীকে দেয়া চিঠিতে বলেছে,  বিশ্বব্যাপী এয়ারলাইন্সসমূহ তাদের ফ্লাইট পরিচালনা বন্ধের ভয়ঙ্কর বিরূপ প্রভাব পড়েছে ট্রাভেল এজেন্সি ও পর্যটন শিল্প খাতের উপর। বলতে গেলে এ শিল্প খাত এক প্রকার ধ্বংসের সম্মুখীন। এজেন্সিগুলো আন্তর্জাতিক পরিবহন সংস্থার (আইএটিএ) পাক্ষিকভাবে পরিশোধ্য পাওনা পরিশোধ করতে না পরায় খেলাপী হয়ে গেলে এজেন্সিগুলো তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে; যার ফলে লাখ লাখ মানুষ মুহুর্তে কর্মহীন হয়ে পড়বে। পরিচালনা-সার্ভিস চার্জ প্রদান, স্টাফদের বেতন-ভাতাদি প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহ চরম সংকটময় অবস্থা অতিবাহিত করছে। প্রতিষ্ঠানভেদে মাসে ৩ লক্ষ থেকে ৫০ লাখ টাকা পর