Posts

Showing posts from October, 2019

৪০ লাখ বিদেশী কর্মী আটক সৌদি আরবে

Image
 সৌদি আরবে অবৈধ শ্রমিকদের ধরপাকড় করে দেশে পাঠানো হচ্ছে  সৌদি সরকার ২০১৭ সাল থেকে এ পর্যন্ত  আড়াই বছরে ৪০ লাখ অবৈধ বিদেশেী নাগরিককে আটক করেছে। এর মধ্যে প্রায় ১০ লাখ বিদেশীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশীও রয়েছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এর খবরে বলা হয়েছে। গত ৩ অক্টোবর পর্যন্ত চলতি বছরই প্রায় ১২ হাজার বাংলাদেশী কর্মী সৌদি আরব থেকে ফেরত এসেছেন। সর্বশেষ ৩ অক্টোবর রাতে ১৩০ জন সৌদি আরব দেশে দেশে ফিরেন।  সৌদি ্আরবে  আনুমানিক ২৫ লাখ বাংলাদেশী কর্মী রয়েছে। ২০১৭ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ৩০ লাখ ৯৫ হাজার অবৈধ বিদেশী নাগরিককে আটক করা হয়। এরা সৌদি শ্রম ও অভিবাসন আইন লংঘনর করে  অবস্থান করছিল। এদের মধ্যে  এ পর্যন্ত ৯ লাখ ৮২ হাজার ১১৩জনকে তাদের নিজ নিজ দেশে ফেরৎ পাঠানো হয়েছে।  সৌীদ আরব অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনায়  ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে অবৈধ বিদেশী  নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে এই কাজে সহায়তা করছে দেশটির পাসােপার্ট অধিদফতর ও সৌদি শ্রম ও সামাজিক  উন্নয়ন বিভাগ সহ আরো ১৯টি

সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন

Image
সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন সৌদি আরবের নারীরা সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন বলে ঘোষনা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়। এই প্রথমবরের মতো সৌদি নারীদের  অধিকতর উচ্চ পদের জন্য সুযোগ দেয়া হলো। এর আগে অবশ্যই সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে নরীদের যোগদানের দ্বার উন্মুক্ত করা হয়েছিল। আন্তর্জাতিক আরবী দৈনিক আশারক আল আওসাত এর খবর উদ্ধৃত করে আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য  জানানো হয়েছে। সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন খবরে বলা হয়, সৌদি শুরা কাউন্সিলের সদস্য হায়া আল মুনীঈ আশারক আল আওসাতকে বলেন, এই নতুন নারীদের সক্ষমতা এবং স্বাভাবিক নাগরিক অধিকারকেই সমর্থন করা হলো এই নতুন আইনী ঘোষনার মধ্য দিয়ে। এটি নারী-পুরুষের সমান অধিকারের  জাতীয় চিন্তারই প্রতিফলন। সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন এই ঘোষনার মধ্য দিয়ে নারীরা এখন রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীতে ল্যান্স করপোরাল, কর্পোরাল, সার্জেনট এবংস্টাফ সার্জেনটট হিসেবে যোগ দিতে পারবেন। সৌদি রাজকীয় সেনা, বিমান, নৌ, প্রতিরক্ষ বাহিনী, ষ্ট্যাটেজিক মিসাইল ফো