সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন

সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন

সৌদি আরবের নারীরা সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন বলে ঘোষনা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়। এই প্রথমবরের মতো সৌদি নারীদের  অধিকতর উচ্চ পদের জন্য সুযোগ দেয়া হলো। এর আগে অবশ্যই সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে নরীদের যোগদানের দ্বার উন্মুক্ত করা হয়েছিল। আন্তর্জাতিক আরবী দৈনিক আশারক আল আওসাত এর খবর উদ্ধৃত করে আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য  জানানো হয়েছে।


সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন

খবরে বলা হয়, সৌদি শুরা কাউন্সিলের সদস্য হায়া আল মুনীঈ আশারক আল আওসাতকে বলেন, এই নতুন নারীদের সক্ষমতা এবং স্বাভাবিক নাগরিক অধিকারকেই সমর্থন করা হলো এই নতুন আইনী ঘোষনার মধ্য দিয়ে। এটি নারী-পুরুষের সমান অধিকারের  জাতীয় চিন্তারই প্রতিফলন।

সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন

এই ঘোষনার মধ্য দিয়ে নারীরা এখন রাজকীয় সৌদি সশস্ত্র বাহিনীতে ল্যান্স করপোরাল, কর্পোরাল, সার্জেনট এবংস্টাফ সার্জেনটট হিসেবে যোগ দিতে পারবেন। সৌদি রাজকীয় সেনা, বিমান, নৌ, প্রতিরক্ষ বাহিনী, ষ্ট্যাটেজিক মিসাইল ফোর্স, আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসে যোগ দিতে পারবেন।

সৌদি নারীরা এবার সশস্ত্র বাহিনীর উচ্চ পদে যোগ দিতে পারবেন

এই পদক্ষেপের সৌদি নারীদের ক্ষমতায়ন এবং সমাজে নারীদের ভূমিকা  সম্প্রসারিত করার করার যে লক্ষ্য সৌদি  ভিশন ২০৩০ এ রয়েছে তারই অংশ।
ইতোমধ্যেই সৌদি নারীদের জননিরাপত্তা খাত বিশেষকরে মাদক নিয়ন্ত্র বিভাগের মহাপরিচালক, কারা বিভাগ ও  অপরাধ প্রমাণ ও কাস্টম বিভাগের মহাপরিচালক  পদে যোগ দেযার সুযোগ দেযা হযেছে।

 আরও পড়ুন:   চার মাসে সৌদি কর্মজীবী নারী বেড়েছে ৪ লাখ ৪০ হাজার !

Comments

Popular posts from this blog

৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ: কী আছে সাংবাদিকদের জন্য

ইগো- আমি, আমিত্ব, অহম, অহংকার, অহংবোধ, স্বাতন্ত্র্যবোধ, ঈর্ষা,আত্মমর্যাদা, আত্মতৃপ্তি

আন্তর্জাতিক পর্যটন দিবস