৪৯ টি দেশের জন্য ৭ মিনিটে সৌদি ট্যুরিস্ট ভিসা!

 সৌদি ট্যুরিস্ট  ভিসা কার্যক্রম শুরুর ঘোষনা : ‘সৌদি  ওপেন হাটস, ওপেন ডোরস’

শনিবার থেকে ট্যুরিষ্ট ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। মাত্র ৭ মিনিটে অনলাইনে ভিসা ইস্যু হবে ৪৯টি দেশের ট্যুরিস্টদের জন্য।প্রতি ভিসার জন্য খরচ পড়বে ৪৪০ রিয়াল। তার মধ্যে ভিসা ফি ৩০০ রিয়াল।
শুক্রবার রিয়াদে এক অনুষ্ঠানে সৌদি কমিশন ফর ট্যুরিজম  অ্যান্ড ন্যাশনাল হেরিটেজের চেয়ারম্যান আহমেদ আল খতিব ভিসা কার্যক্রমের উদ্বোধন করেন।বৃহস্পতিবার তিনি ভিসা ইস্যু শুরুর কথা জানিযেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের বিশাল ব্যানারে লেখা ছিল-‘সৌদি  ওপেন হাটস, ওপেন ডোরস’

সৌদি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে  এক বছরের জন্য ভিসা  মাল্টিপল ভিসা দেয়া হবে।এই ভিসায়  সৌদি আরব গমন করে  মোট ৯০দিন অবস্থান করা যাবে।ভিসা ইস্যুর দিন থেকে মেয়াদ শুরু হবে।

‘সৌদি  ওপেন হাটস, ওপেন ডোরস’ শিরোনামে ট্যুরিস্টভিসা প্রদানের উদ্বোধন

নারীরা তাদের পুরুষ স্বজন ছাড়াই এই ভিসায় ভ্রমণ করতে পারবেন এবং এই ভিসায়ই ওমরাহ পাল করতে দেয়া হবে।  এছাড়া ভিসার আবেদনে   আবেদনকারিদের ধর্ম উল্লেক করারও প্রয়োজন হবেনা। যদিও  অমুসলিমদের মক্কা ও মদীনায় প্রবেশের অনুমতি দেয়া হবেনা।
আহমেদ আল খতিব জানিয়েছেন, দেশের ১৪টি দেশের রাজধানীতে সৌদি আরব ট্যুরিস্ট ভিসার  প্রচারাভিচান চালাবে।তার মধ্যে লন্ডন, নিউ ইয়র্ক ও বুরুজ আল খলিফা দুবাই অন্যতম।

শুক্রবার ট্যুরিস্ট ভিসা কার্যক্রমের উদ্বোধন করে আল খতিব বলেন, আজ রাতে আমরা প্রথম বারের ইতিহাস রচনা করতে যাচ্ছি।আমরা আমাদের দেশকে বিশ্বের সকল টু্যুরিস্টদের জন্য উম্মুক্ত করে দিচ্ছি। তিনি বলেন, সৌদি আরব এখন উন্মুক্ত।আমরা আমাদের অর্থনীতি খুলে দিচ্ছি।আমরা আমাদের সমাজকে  উন্মুক্ত করছি। আমরা এখন আমরা আমাদের বাড়ি এবং আমাদের হৃদয়কে সারা পৃথিবীর অতিথিদের জন্য খুলে দিলাম্। সৌদি আরব আসুন, ভিজিট করুন। সৌদি আরবে আপনাদের স্বাগত জানানোর সুযোগ দিন আমাদের।

 সৌদি পর্যটক আকর্ষক স্থান

ইউনেস্কো ঘোষিত ৫টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট এবং রেকর্ড সংখ্যক ১০ হাজার ঐতিহাসিক পর্যটক আকর্ষণ স্থান রয়েছে সৌদি আরবে। দেশটির ১৩টি অঞ্চলের প্রতিটি আলাদা  সংস্কৃতি রন্ধন ঐহিত্যে সমৃদ্ধ বিদ্যমান ট্যুরিস্ট আকর্ষন নানা কেন্দ্র ছাড়াও  নতুন অনেকগুলো ট্যুরিস্ট গন্তব্য তৈরীর কাজ চলছে তার মধ্যে  রিয়াদের কাছে ওয়াদিয়া বিনোদন কেন্দ্র  এবং লোহিত সাগরের তীরে বিলাস বহুল পযটন কেন্দ্র তৈরী অন্যতম

সৌদি ট্যুরিজমের এই দ্বার উম্মুক্তকরনকে সৌদি ভিশসন ২০৩০ বাস্তবায়নের একটি মাইল স্টোন হিসেবে দেখা হচ্ছে এর মাধ্যমে  অথনীতিকে বগুমুখী করা এবং তেলের ওপর নির্ভরতা কমানোর প্রয়াস  রয়েছে ২০৩০ সালের মধ্যে  গুরুত্বপূনি দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষন ১০ লাখ  নতুন চাকুরির সুযোগ তৈরীর মধ্য দিয়ে সৌদি আরব  বছরে দশ কোটি দেশি বিদেশি পযটক আগমনের আশা করছে  এই সময়ের মধ্যে  জিডিপিতে ট্যুরিজম খাত ১০ ভাগেরও বেশি অবদান  রাখার টার্গেট রাখা হয়েছে, যা বর্তমানে মাত্র ভাগ
‘সৌদি  ওপেন হাটস, ওপেন ডোরস’
 ট্যুরিস্টদের জন্য বিশ্বব্যাপী সৌদি দূতাবাস   কনস্যুলেট সমুহে ভিসার আবেদন করা যাবে ৪৯টি দেশের নাগরিকরা -ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবে অথবা সৌদি আরবে অন্অ্যরাইভাল ভিসা পাবে এজন্য একটি আলাদা অনলাইন পোট্রাল চালু করা হয়েছে  সেটি হলো visitsaudi.com

ইউরোপের ৩৮ টি দেশ, এশিয়ার টি দেশঃ (ব্রুনাই, জাপান, সিংগাপুর, মালেশিয়া, দঃ কোরিয়া, কাজাকিস্থান এবং চীন),  উত্তর আমেরিকার ২টি দেশঃ   (ইউনাইটেড স্টেটস এবং কানাডা), অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড  ই- ভিসা ও অন অ্যারাইভাল ভিসা সুযোগ । ##


-আরও পড়ুন: 

চার মাসে সৌদি কর্মজীবী নারী বেড়েছে ৪ লাখ ৪০ হাজার !


বিয়ে হয় না ২২ লাখ সৌদি নারীর !








Comments

Popular posts from this blog

৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ: কী আছে সাংবাদিকদের জন্য

ইগো- আমি, আমিত্ব, অহম, অহংকার, অহংবোধ, স্বাতন্ত্র্যবোধ, ঈর্ষা,আত্মমর্যাদা, আত্মতৃপ্তি

আন্তর্জাতিক পর্যটন দিবস